রামগড়ে স্বঘোষিত বৈদ্য অস্ত্র, মাদকসহ গ্রেপ্তার
খাগড়াছড়ির রামগড়ের দক্ষিণ গর্জনতলী এলাকার স্বঘোষিত আন্তর্জাতিক বৈদ্য নুরুল আলম মজুমদার ওরফে আলম বৈদ্যকে (৩৫) দেশীয় অস্ত্র, মাদকসহ গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার দুপুর দেড়টার দিকে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, এলাকায় প্রভাব বিস্তারকারী আলম বৈদ্য ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা ঘেরা সুরক্ষিত বাড়িতে কয়েক বছর ধরে স্থানীয় ও দূর-দূরান্ত থেকে আসা সাধারণ মানুষকে তাবিজ-তুমার, সোনার হাঁড়ি-কলসের সন্ধান দেওয়ার লোভনীয় প্রস্তাব দিয়ে টাকা হাতিয়ে নিচ্ছেন। এ ছাড়া বাড়িতে নিয়মিত বিদেশি মদ, ইয়াবাসহ যাবতীয় মাদক সেবন ও ব্যবসা করে আসছেন। এ ব্যাপারে এলাকার লোকজন প্রতিবাদ জানালেও আলম হুমকি দিয়ে মানুষকে জিম্মি করে রাখেন।
পুলিশ জানায়, অভিযানকালে আলমের বাড়ি থেকে এক বক্স বুলেটসহ একটি বিদেশি এয়ারগান, ধারালো দুটি দা, দুটি দামা, একটি চাপাতি, পাঁচটি চাকু, ৫০০ গ্রাম গাঁজা, ১০টি ইয়াবা, দুটি মাথার খুলি, একটি হাতের কঙ্কাল, একটি লাঠি, বিদেশি মদের ১০টি খালি বোতল, একটি পশুর চামড়াসহ অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালাতে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে এয়ারগান হাতে আলম বৈদ্য পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। এ ব্যাপারে মাদকদ্রব্য ও অস্ত্র আইনে দুটি মামলা হয়েছে।