রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ রোববার সকাল ৭টা ৫ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্যমতে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ভারতের আসাম রাজ্যের বাসুগাঁও থেকে ২৩ কিলোমিটার উত্তরে। উৎপত্তিস্থল ভূপৃষ্ঠের ২৬ কিলোমিটার গভীরে, সেখানে এর মাত্রা ছিল ৫ দশমিক ৫।
ভারতের বিভিন্ন স্থানসহ ভুটানেও ভূমিকম্প অনুভূত হয়েছে বলে ইউএসজিএস থেকে জানা যায়। তবে এ ভূমিকম্পে কোনো ধরনের ক্ষতির খবর পাওয়া যায়নি।
এর আগে গত এপ্রিল থেকে মে মাসে নেপালে বেশ কয়েকটি বড় মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এতে আট হাজারের বেশি প্রাণহানির ঘটনা ঘটে। আর এ ভূকম্পনে কেঁপে ওঠে বাংলাদেশও। এতে বাংলাদেশে কোনো প্রাণহানির ঘটনা না ঘটলেও দেশের বিভিন্ন স্থানে বহুতল ও পুরোনো ভবনে ফাটল দেখা দেয়, আতঙ্কে মানুষ ঘরবাড়ি ছেড়ে রাস্তায় বের হয়ে আসে। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশও বেশ বড় মাত্রার ভূমিকম্প ঝুঁকির মধ্যে রয়েছে।