ছাতকে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে একজন নিহত

Looks like you've blocked notifications!

সুনামগঞ্জের ছাতক উপজেলায় ছোটদের ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে লোকমান হোসেন (২২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১০ জন। আজ সোমবার বিকেলে উপজেলার চানপুর বাজারে এ ঘটনা ঘটে।

নিহত লোকমান হোসেন নোয়ারাই ইউনিয়নের উলুরগাঁও গ্রামের মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত শুক্রবার বিকেলে উলুরগাঁও গ্রামের মাঠে ফুটবল খেলার সময় উলুরগাঁও ও বড়গল্লা গ্রামের ছেলেদের মধ্যে ঝগড়া হয়। এর জের ধরে আজ সোমবার বিকেল ৩টার দিকে চানপুর বাজারে তাদের মধ্যে হাতাহাতি, পরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে লোকমান হোসেন গুরুতর আহত হন। বিকেল ৫টার দিকে তাঁকে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাঁর শরীরে সুলফির আঘাত রয়েছে। আহতদের ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নিহত লোকমান হোসেনের বাবা সিরাজুল ইসলাম জানান, তাঁর ছেলে ওই দিন খেলায় কিংবা কোনো ঝগড়ায় ছিলেন না। তিনি দোকানে ছিলেন। দোকানে ঢুকে তাঁকে আক্রমণ করা হয়েছে।

ছাতক থানার উপপরিদর্শক (এসআই) সোহেল রানা জানান, ছোটদের ফুটবল খেলা নিয়ে পরে বড়দের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে একজন নিহত হয়েছে। এখন পরিস্থিতি শান্ত আছে।