শেরপুরে চাল সংগ্রহ অভিযান শুরু

Looks like you've blocked notifications!
জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক আজ সোমবার দুপুরে শেরপুরে সরকারের চাল সংগ্রহ অভিযান উদ্বোধন করেন। ছবি : এনটিভি

শেরপুরে সরকারের চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। আজ সোমবার দুপুরে শেরপুর জেলা শহরের খড়মপুর খাদ্যগুদামে চাল সংগ্রহ শুরু হয়।

প্রধান অতিথি হিসেবে চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ ও স্থানীয় সংসদ সদস্য আতিউর রহমান আতিক।

জেলা খাদ্য নিয়ন্ত্রক মাহবুবুর রহমান খানের সভাপতিত্বে চাল সংগ্রহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম, জেলা চালকল মালিক সমিতির সভাপতি প্রকৌশলী আশরাফুল আলম সেলিম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রওশন, চাল ব্যবসায়ী আলহাজ জয়নাল আবেদীন, আলহাজ দুলাল মিয়াসহ চাল ব্যবসায়ীরা।

জেলা খাদ্য নিয়ন্ত্রক মাহবুবুর রহমান খান জানান, এবারের বোরো মৌসুমে জেলায় ৩০ হাজার ১০১ মেট্রিক টন সিদ্ধ চাল ও এক হাজার ১৫১ মেট্রিক টন আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

প্রতি কেজি সিদ্ধ চালের মূল্য ৩৪ টাকা এবং আতপ চালের মূল্য ৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে। আর চাল সংগ্রহের অভিযান আগামী ৩১ আগস্ট পর্যন্ত চলবে।