ঝিনাইদহে দুটি বাড়ি ঘিরে রেখেছে র্যাব
ঝিনাইদহের সদর উপজেলায় পোড়াহাটি ইউনিয়নের চুয়াডাঙ্গা গ্রামে জঙ্গি আস্তানা সন্দেহে দুটি বাড়ি ঘিরে রেখেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সদস্যরা।
আজ মঙ্গলবার সকাল থেকে ওই দুটি বাড়ি ঘিরে রাখে র্যাব। বাড়িটি আশপাশে কাউকে যেতে দেওয়া হচ্ছে না বলে র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক র্যাবের এক কর্মকর্তা জানান, বাড়িগুলোতে বিস্ফোরক আছে বলে ধারণা করা হচ্ছে। বিস্ফোরণের আশঙ্কায় ঘটনাস্থল থেকে সবাইকে দূরে থাকতে বলা হয়েছে।