দুই বাড়িতে বিস্ফোরক পুঁতে রাখা রয়েছে : র‍্যাব

Looks like you've blocked notifications!

ঝিনাইদহ সদরের চুয়াডাঙ্গা গ্রামের দুটি বাড়িতে মাটির নিচে বিস্ফোরকদ্রব্য পুঁতে রাখা হয়েছে বলে জানিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

আজ মঙ্গলবার সকালে বাড়ি দুটি ঘেরাওয়ের পর এ তথ্য জানিয়েছেন র‍্যাবের ঝিনাইদহ ক্যাম্পের কমান্ডার মেজর মনির আহমেদ।

মেজর মনির জানান, নিহত জঙ্গি তুহিনের ভাই সেলিমের বাড়ি এবং তাঁর চাচাতো ভাই প্রান্তর বাড়ি ঘিরে রাখা হয়েছে।
র‍্যাব কমান্ডার আরো বলেছেন, কাঁচাপাকা বাড়ি দুটির মাটিতে পুঁতে রাখা বিস্ফোরকদ্রব্য উদ্ধারের জন্য র‍্যাবের বোমা নিষ্ক্রিয়কারী দল খুলনা থেকে রওনা হয়েছে। তারা আসার পর মূল অভিযান শুরু হবে। তবে বাড়ি দুটি জঙ্গি আছে কি না, সে বিষয়ে কিছু বলেননি মেজর মনির।

র‍্যাবের পক্ষ থেকে আরো বলা হয়েছে, ঝিনাইদহে জঙ্গি আবদুল্লাহ ও তুহিন নিহত হওয়ার আইনশৃঙ্খলা বাহিনী এ বাড়ি দুটির ওপর নজর রাখছিল। ভোরে র‍্যাব নিশ্চিত হয়, বাড়ি দুটিতে বিস্ফোরকদ্রব্য রয়েছে। বাড়ি দুটির আশপাশে কাউকে ভিড়তে দেওয়া হচ্ছে না।