গাজীপুরে কলেজছাত্র খুন, গুলিবিদ্ধ মা হাসপাতালে
গাজীপুরের কালীগঞ্জে জমি নিয়ে বিরোধের জের ধরে দুর্বৃত্তের গুলিতে ও ধারালো অস্ত্রের আঘাতে এক কলেজছাত্র নিহত হয়েছেন। একই ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন তাঁর মা।
নিহত ছাত্রের নাম নয়ন মিয়া (২২)। তাঁর মা ইয়াসমিনকে (৪৩) আশঙ্কাজনক অবস্থায় ঢাকার অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নয়ন ঢাকার তিতুমীর সরকারি কলেজে স্নাতক (পাস) শ্রেণির মানবিক বিভাগে প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
নিহত নয়নের বাবা নবী হোসেন জানান, বুধবার দুপুরে কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের কালীকোটি গ্রামে তাঁর বাড়িতে স্থানীয় ইমান আলী ও সালাউদ্দিনের নেতৃত্বে ১৪/১৫ জন সশস্ত্র লোক হানা দেয়। হামলাকারীরা বিছানায় শুয়ে থাকা তাঁর ছেলে নয়নকে ও রান্নাঘরে থাকা স্ত্রীকে রামদা ও চাপাতি দিয়ে এলোপাতাড়ি কোপায় এবং গুলি করে। এ সময় আহত নয়ন আত্মরক্ষার্থে দৌড়ে পাশের এক আত্মীয়ের বাড়িতে গিয়ে আশ্রয় নেয়। হামলাকারীরা সেখানে গিয়ে নয়নের মাথায় পিস্তল ঠেকিয়ে কয়েক রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায়। পরে এলাকাবাসী আশঙ্কাজনক অবস্থায় গুলিবিদ্ধ নয়ন ও তাঁর মাকে উদ্ধার করে ঢাকার অ্যাপোলো হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক নয়নকে মৃত ঘোষণা করেন।
নবী হোসেন জানান, দীর্ঘদিন ধরে চাচাতো শ্বশুরের ছেলে ইমান আলীর সঙ্গে তাঁর বিরোধ চলে আসছিল।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ এরই মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে।