নীলফামারীতে গাছ থেকে পড়ে রাজমিস্ত্রির মৃত্যু
নীলফামারীতে গাছ থেকে পড়ে এক রাজমিস্ত্রি মারা গেছেন। আজ রোববার সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার জনতা ডিগ্রি কলেজের একটি কাঁঠালগাছ থেকে পড়ে মারা যান আলমগীর হোসেন (৩০)।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, জনতা ডিগ্রি কলেজে নির্মাণকাজের সঙ্গে জড়িত ছিলেন সদর উপজেলার দক্ষিণ হাড়োয়া স্লুইসগেট এলাকার রাজমিস্ত্রি আলমগীর। আজ সকালে কাজের ফাঁকে কাঁঠাল পাড়তে সেখানকার একটি গাছে ওঠেন তিনি। এ সময় হঠাৎ পা পিছলে মাটিতে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় আলমগীরকে উদ্ধার করে প্রথমে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য নীলফামারী আধুনিক সদর হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পর তিনি মারা যান।