নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের আহ্বায়ক গ্রেপ্তার
নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীবকে গ্রেপ্তার করেছে ফতুল্লা থানা পুলিশ। গতকাল বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে সদর থানার মিশনপাড়ার বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, রাতে ফতুল্লার খান সাহেব ওসমান আলী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের পাশে লিংক রোড থেকে দুই মোটরসাইকেল আরোহী রফিকুল ইসলাম ও গাজীকে পেট্রলবোমাসহ গ্রেপ্তার করে পুলিশ। তাঁদের মধ্যে রফিকুল ইসলাম ছাত্রদলের কর্মী বলে তিনি দাবি করেন। তিনি আরো বলেন, ওই দুজনের স্বীকারোক্তি অনুযায়ী রাতে রাজীবকে গ্রেপ্তার করা হয়।
আসাদুজ্জামান জানান, রাজীবের বিরুদ্ধে যানবাহনে আগুন দেওয়া, পুলিশের কাজে বাধা সৃষ্টিসহ একাধিক মামলা আছে। আজ বৃহস্পতিবার তাঁকে আদালতে হাজির করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করা হবে।