অবৈধ সম্পদের অভিযোগে শুল্ক কর্মকর্তা আটক

Looks like you've blocked notifications!
অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে কাস্টমস কর্মকর্তা আবদুল মমিন মজুমদারকে আজ শুক্রবার সকালে চট্টগ্রাম থেকে আটক করেছে দুদক। ছবি : এনটিভি

অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে কাস্টমস কর্মকর্তা আবদুল মমিন মজুমদারকে চট্টগ্রাম থেকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ শুক্রবার সকালে চট্টগ্রামের আগ্রাবাদ থেকে আবদুল মমিনকে আটক করে ডবলমুরিং থানায় সোপর্দ করে দুদক।

দুদকের উপপরিচালক মোশাররফ হোসেন মৃধা জানান, এক কোটি ২৬ লাখ ৬৫১ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ৪০ লাখ ২৩ হাজার ৮৫৮ টাকার তথ্য গোপনের অভিযোগে আবদুল মমিন মজুমদার ও তাঁর স্ত্রী সেলিনা জামানের বিরুদ্ধে কুমিল্লার কোতোয়ালি থানায় গতকাল বৃহস্পতিবার মামলা করে দুদক।

মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপসহকারী পরিচালক সাধন চন্দ্র সূত্রধর জানান, সেলিনা জামান কোনো প্রকার বৈধ উপার্জন করেন না, অথচ তাঁর মালিকানায় সোয়া কোটি টাকারও বেশি অবৈধ সম্পদ রয়েছে। দুদকে জমা দেওয়া সম্পদ বিবরণীতে প্রায় অর্ধকোটি টাকার তথ্য গোপন করেছেন তিনি। এসব সম্পদ অর্জনে সেলিনাকে সহায়তা করেন স্বামী মমিন মজুমদার।

কাস্টমস কর্মকর্তা আবদুল মমিনের স্ত্রী সেলিনাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে দুদক জানিয়েছে। কাস্টমসের এই কর্মকর্তা বর্তমানে ঢাকার গুলশান জোনে কর্মরত আছেন।