নির্যাতনের মামলায় সাংবাদিক মুকুল কারাগারে

Looks like you've blocked notifications!
রকিবুল ইসলাম মুকুল

স্ত্রীর করা নির্যাতন ও যৌতুকের মামলায় গাজী টেলিভিশনের (জিটিভি) বার্তা সম্পাদক রকিবুল ইসলাম মুকুলকে একদিনের হেফাজত (রিমান্ড)  শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ পারভেজ সাংবাদিক মুকুলকে একদিনের হেফাজতে রাখার পর আজ রোববার আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।

অন্যদিকে সাংবাদিক মুকুলের পক্ষে তাঁর আইনজীবী কোনো জামিনের আবেদন করেননি। পরে তদন্ত কর্মকর্তার আবেদনের পর ঢাকা মহানগর হাকিম অমিত কুমার দে সাংবাদিক মুকুলকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে গত শনিবার একই বিচারক সাংবাদিক মুকুলকে এক দিনের পুলিশ হেফাজতে নেওয়ার আদেশ দেন।

কারাগারে পাঠানোর বিষয়ে সংশ্লিষ্ট আদালতের জেনারেল রেকর্ডিং অফিসার (জিআরও) মশিউর রহমান এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন এনটিভি অনলাইনকে জানান, গত বৃহস্পতিবার সাংবাদিক নাজনীন আক্তার তন্বী তাঁর স্বামী রকিবুল ও আরেকজন নারীর বিরুদ্ধে মিরপুর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১১(গ)/৩০ ধারায় মামলাটি করেন। মামলার আরেক আসামি হলেন মেহেরুন বিনতে ফেরদৌস।

মামলার পরই গত শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে রাজধানীর সেগুনবাগিচা থেকে স্ত্রীকে নির্যাতনের অভিযোগে রকিবুল ইসলাম ওরফে মুকুলকে (৩৭) গ্রেপ্তার করে মিরপুর থানা পুলিশ। তবে অপর আসামি মেহেরুন বিনতে ফেরদৌসকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

দুই বছর আগে মুকুল-তন্বী দম্পতির প্রথম সন্তান চন্দ্রমুখী অসুস্থ হয়ে মারা যায়। এ ঘটনায় শোকে পাঁচতলা থেকে লাফ দেন তন্বী। এতে গুরুতর আহত হন তিনি। এরপর দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। পরে তাঁদের আরেকটি মেয়ে সন্তান হয়।