ফসল সংগ্রহোত্তর অপচয়রোধে কর্মশালা

Looks like you've blocked notifications!
মৌলভীবাজারের আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রে আজ শুক্রবার এক কর্মশালা অনুষ্ঠিত হয়। ছবি : এনটিভি

মৌলভীবাজারে ‘ফসল সংগ্রহোত্তর অপচয় হ্রাস ও পুষ্টিমান নিশ্চিতকরণ’ বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকাল ১০টায় জেলার আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের সভাকক্ষে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

সিলেট অঞ্চলে শষ্যের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় এ কর্মশালার উদ্বোধন করেন কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক মো. মাহবুব আহমেদ।

প্রকল্প পরিচালক শাহনাজ বেগম নীনার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. জসিম উদ্দিন ও সিলেট কৃষি বিপণন অধিদপ্তরের উপপরিচালক মো. জাহাঙ্গীর হোসেন।

কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. মো. আবুল কাশেম। কর্মশালায় কৃষি বিভাগের কর্মকর্তা, কৃষক, ব্যবসায়ী ও প্রক্রিয়াজাতকরণ প্রতিষ্ঠানের ৫০ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন।