স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চায় বিএনপি

Looks like you've blocked notifications!
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আজ রোববার আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের পদত্যাগ দাবি করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : এনটিভি

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে তল্লাশির ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের পদত্যাগ দাবি করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

আজ রোববার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান বিএনপি মহাসচিব।

সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে বেআইনিভাবে পুলিশি তল্লাশি, এটা এর আগে আর কখনো ঘটেছে বলে আমার জানা নেই। এটা নজিরবিহীন বটে এবং সেই সঙ্গে এটা অশনিসংকেত বহন করছে। সরকার যে সম্পূর্ণ বেআইনি এই কাজটি করেছে, সে জন্য আমরা আজকে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করছি।’  

এ ঘটনা দেশের রাজনীতির ইতিহাসে কলঙ্কজনক অধ্যায় হিসেবে লেখা থাকবে বলে মন্তব্য করেন বিএনপির মহাসচিব। 

এ সময় বিএনপি নেতা ও সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদিন বলেন, আইনের তোয়াক্কা না করেই সরকার খালেদা জিয়ার কার্যালয়ে তল্লাশি চালিয়েছে।