অবৈধ সম্পদ অর্জন, বাহাউদ্দিন নাছিমের জামিন

Looks like you've blocked notifications!

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সংসদ সদস্য আ ফ ম বাহাউদ্দিন নাছিম আদালত থেকে জামিন নিয়েছেন।

আজ সোমবার ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ কামরুল হোসেন মোল্লা এ জামিন মঞ্জুর করেন। 

আদালতের সরকারি কৌঁসুলি তাপস কুমার পাল এনটিভি অনলাইনকে জানান, বাহাউদ্দিন নাছিম আজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। পরে শুনানি শেষে বিচারক এ জামিন মঞ্জুর করেন।

নথি থেকে জানা যায়, আ ফ ম বাহাউদ্দিন নাছিমের বিরুদ্ধে ২০০৭ সালের ৯ জুলাই সম্পদ বিবরণীর নোটিশ জারি করে দুদক। এরপর ১৭ জুলাই নাছিম তাঁর মা নূরজাহান বেগমের মাধ্যমে সম্পদ বিবরণী দাখিল করেন। বিবরণী থেকে এক কোটি ৮৩ লাখ এক হাজার ৬৪৬ টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং ১৭ লাখ ৫৯ হাজার ৭৮ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগে ২০০৭ সালের ২১ নভেম্বর রমনা থানায় বাহাউদ্দিন নাছিম ও তাঁর স্ত্রী ডা. সুলতানা শামীমা চৌধুরীর বিরুদ্ধে মামলা করেন দুদকের উপপরিচালক বেনজীর আহম্মদ। 

পরে দুদকের সহকারী পরিচালক রফিকুল ইসলাম মামলাটি তদন্ত করে ২০০৮ সালের ৮ অক্টোবর ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে অভিযোগপত্র দাখিল করেন।