হিলি সীমান্তে ভারতীয় শাড়ি-কাপড় জব্দ
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-দিনাজপুরের হিলি বিওপি ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে ভারতীয় ৬৩৮টি থ্রি-পিস ও ৪৯টি শাড়ি-কাপড় জব্দ করেছেন।
আজ সোমবার সকাল ৭টায় হিলি সীমান্তের অদূরে রামভদ্রপুর এলাকা থেকে এগুলো জব্দ করে। এগুলোর মূল্য ২১ লাখ ১০ হাজার টাকা বলে দাবি করেছে বিজিবি।
হিলি বিওপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার আবদুল জব্বার জানান, একদল চোরাচালানি ভারত থেকে থ্রি-পিস ও শাড়ি কাপড় দেশে পাচার করছে এমন সংবাদের ভিত্তিতে হিলি বিওপি ক্যাম্পের বিজিবি সদস্যরা সেখানে ওত পেতে থাকেন। কাপড়গুলো দেশের ভেতরে নিয়ে যাওয়ার পথে জব্দ করা হয়। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।