ব্রাহ্মণবাড়িয়ায় ১৩ প্রতিষ্ঠানকে জরিমানা, বেকারি সিলগালা

ব্রাহ্মণবাড়িয়ায় পবিত্র রমজান উপলক্ষে বাজার মনিটরিং, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং ভেজালবিরোধী অভিযানের অংশ হিসেবে শহরের খাবারের দোকানসহ বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়েছে। এ সময় ১৩ দোকানকে ৭৬ হাজার টাকা জারিমানা এবং একটি বেকারি সিলগালা করা হয়েছে।
আজ সোমবার দুপুরে জেলা প্রশাসনের সাতজন নির্বাহী ম্যাজিস্ট্রেট এ অভিযান পরিচালনা করেন।
এ সময় নোংরা অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর রাসায়নিক দ্রব্য, ইউরিয়া সার, রঙ ও বিভিন্ন ক্যামিকেল দিয়ে খাদ্য তৈরির অভিযোগে শহরের স্টেশন রোডের নিউ মধুমতি বেকারি অ্যান্ড সুইটকে ৪০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ছয় মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়। পাশাপাশি বেকারিটি সিলগালা করে দেওয়া হয়েছে।
অন্যদিকে শহরের কালীবাড়ী এলাকার ঠাকুর মিষ্টান্ন ভাণ্ডারকে ২০ হাজার টাকা, আনন্দময়ী ও শ্যামসুন্দর মিষ্টান্ন ভাণ্ডারকে দুই হাজার টাকাসহ মোট ১৩টি দোকানকে ৭৬ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদ, আরিফুজ্জামান, মো. জহিরুল হক, মোহাম্মদ মিজানুর রহমান, মো. আব্দুল্লাহ আল-মামুন, মোসা. আলপনা ইয়াসমিন ও শ্রাবণী রায় এ অভিযান পরিচালনা করেন।
এ দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির আহাম্মেদ ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনে বিজয় এক্সপ্রেসে ট্রেনে অভিযান চালিয়ে ১৮৫ কেজি ভারতীয় কিসমিস ও ১০ কেজি জিরা আটক করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির আহামেদ এনটিভি অনলাইনে জানান, রমজান উপলক্ষে বাজার মনিটরিং, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ভেজালবিরোধী অভিযান অব্যাহত থাকবে।