ময়মনসিংহে বাস খাদে পড়ে নারী-শিশু নিহত

Looks like you've blocked notifications!
ত্রিশাল উপজেলায় আজ শনিবার সকালে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে হতাহতের ঘটনা ঘটে। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছবি : এনটিভি

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নারী ও শিশু নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন আরো অন্তত ২৫ জন।

আজ শনিবার সকাল ৬টার দিকে উপজেলার রায়মনি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে হাজেরা বেগম (২০) নামের এত তরুণীর পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তিনি ভালুকায় তৈরি পোশাকশ্রমিক হিসেবে কাজ করেন। তাঁর বাড়ি ফুলবাড়িয়া উপজেলার চাঁদপুর গ্রামে। শিশুটির পরিচয় এখানো জানা যায়নি।

ময়মনসিংহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. শহিদুর রহমান এনটিভি অনলাইনকে জানান, ময়মনসিংহের মুক্তাগাছা থেকে ইসলাম পরিবহনের একটি বাস ঢাকায় যাচ্ছিল। সেটি ত্রিশালের রায়মনি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে উল্টে যায়। এতে হতাহতের ঘটনা ঘটে।

খবর পেয়ে ত্রিশাল ও ময়মনসিংহে দুটি ইউনিট গিয়ে উদ্ধার কাজ চালায়। আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।