আদিবাসীরা নির্যাতনের শিকার হচ্ছে : মিজানুর রহমান
সারা দেশে আদিবাসীরা নির্যাতনের শিকার হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মিজানুর রহমান। তিনি বলেন, এর মধ্য দিয়ে প্রতিটি মুহূর্তে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে।
সাঁওতাল বিদ্রোহের ১৬০তম দিবস উপলক্ষে আজ মঙ্গলবার স্থানীয় দিনাজপুর ইনস্টিটিউট প্রাঙ্গণে এক গণসমাবেশে মিজানুর রহমান এসব কথা বলেন।
জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান আরো বলেন, ‘রাষ্ট্র তোমাকেই প্রমাণ করতে হবে, তুমি সকলের রাষ্ট্র। কোনো একটি নির্দিষ্ট জনগোষ্ঠীর রাষ্ট্র নও। তুমি শুধু বাঙালি মুসলমানের নও, তুমি শুধু বাঙালির নও, তুমি শুধু খ্রিস্টানদের নও। তুমি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, আদিবাসী মুণ্ডা, চাকমা, গারো সকলের। সেই বাংলাদেশকে আমরা সকলে দেখতে চাই।’
জাতীয় আদিবাসী পরিষদের নেতা রবীন্দ্রনাথ সরেনের সভাপতিত্বে গণসমাবেশে আরো বক্তব্য দেন বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং, আদিবাসী নারী পরিষদের সভাপতি বাসন্তী মুর্মু, আদিবাসী ছাত্র পরিষদের সভাপতি বিভূতিভূষণ মাহাতো, মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম প্রমুখ।
সমাবেশে বিভিন্ন উপজেলার শত শত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নারী-পুরুষ অংশ নেন।