সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী

আইএইএতে বিশ্বশান্তি রক্ষার কথা বলবেন প্রধানমন্ত্রী

Looks like you've blocked notifications!
পররাষ্ট্র মন্ত্রণালয়ে আজ রোববার আয়োজিত এক সংবাদ সম্মেলনে বক্তব্য দেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী। ছবি : এনটিভি

জাতিসংঘের আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) ৬০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সম্মেলনে যোগ দিয়ে বিশ্বশান্তি রক্ষার পক্ষে বাংলাদেশের অবস্থানকে সুদৃঢ় করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মেলনে যোগ দিতে আগামীকাল দুদিনের সফরে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় যাচ্ছেন তিনি।

আজ রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী এসব কথা জানান। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমও উপস্থিত ছিলেন।

মাহমুদ আলী বলেন, ‘এই সম্মেলনে মাননীয় প্রধানমন্ত্রীর অংশগ্রহণ বিশ্বশান্তি রক্ষা, নিরস্ত্রীকরণ এবং সব ধরনের পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধে বাংলাদেশের সুদৃঢ় অবস্থানকে পুনর্ব্যক্ত করবে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বলতর করবে।’

সংবাদ সম্মেলনে জানানো হয়, আইএইএর মহাপরিচালক ইউকিয়া আমানোর আমন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সম্মেলনে যোগ দিচ্ছেন। সম্মেলনের যোগদানের পাশাপাশি শেখ হাসিনা অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী তথা ফেডারেল চ্যান্সেলর ক্রিশ্চিয়ান কার্নের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।