বাঁক ঘুরতে গিয়ে বাস-ট্রাক মুখোমুখি, নিহত ২
রাজশাহীর গোদাগাড়ি উপজেলায় বাঁক ঘুরতে গিয়ে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ১০ জন। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় দুই নারীসহ ছয়জনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার বসন্তপুর ইটভাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানায় পুলিশ।
নিহতরা হলেন বাসের যাত্রী জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার নারায়ণের ছেলে মানিক (৩০) ও চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রাণীহাটি এলাকার ভুলু মণ্ডলের ছেলে সামাজুল (৪৫)। আহতদের নাম জানা যায়নি।
গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আবু ফরহাদ খন্দকার এনটিভি অনলাইনকে জানান, আমের ফাঁকা ক্যারেট বোঝাই একটি ট্রাক চাঁপাইনবাবগঞ্জের দিকে যাচ্ছিল। অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জ থেকে মহানন্দা স্পেশাল নামের একটি যাত্রীবাহী বাস রাজশাহীর দিকে আসছিল।
গোদাগাড়ীর বসন্তপুর ইটভাটা এলাকায় বাঁক নিতে গিয়ে ট্রাকের বডির একটি বাড়তি অ্যাঙ্গেল বাসের সঙ্গে ধাক্কা লেগে ভিতরে ঢুকে যায়। এতে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুই যাত্রী নিহত হন।
খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল গিয়ে আহতদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। ট্রাক ও বাসটিকে আটক করা হলেও চালক ও তাদের সহযোগীরা পালিয়ে গেছে বলে জানান ওসি।
দুর্ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খালিদ হোসেন।