বরিশালে ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রস্তুত ২৩৬ আশ্রয়কেন্দ্র

Looks like you've blocked notifications!
বরিশাল নদীবন্দরে নোঙর করে আছে নৌযানগুলো। ছবি : এনটিভি

ঘূর্ণিঝড় মোরা মোকাবিলায় বরিশাল জেলায় ২৩৬টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। আজ সোমবার বরিশাল প্রশাসনের সভাকক্ষে দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। 

আট নম্বর মহাবিপদ সংকেতের আওতায় থাকা বরিশালে যে কোনো ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে সচেতনতামূলক বার্তা প্রচারসহ পরবর্তী ব্যবস্থা নেওয়া হয়েছে। জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. গাজী মো. সাইফুজ্জামান।

এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাকির হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আবুল কালাম তালুকদার, ত্রাণ ও পুনর্বাসন শাখার প্রকাশ চন্দ্র বিশ্বাসসহ বিভিন্ন কর্মকর্তা। 

জেলা প্রশাসক ড. গাজী মো. সাইফুজ্জামান বলেন, দুর্যোগ মোকাবিলায় উপজেলা থেকে ইউনিয়ন পর্যায় পর্যন্ত সবখানেই প্রস্তুতি নেওয়া হয়েছে। সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে।