স্লোগানে কটূক্তির অভিযোগ

ইমরান সরকারকে আদালতে হাজিরের নির্দেশ

Looks like you've blocked notifications!

গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারকে মানহানির মামলায় আগামী ১৬ জুলাই হাজিরের নির্দেশ দিয়েছেন আদালত।

আজ বুধবার ঢাকার মহানগর হাকিম এস এম মাসুদ জামান এ আদেশ দেন। এ আদালতে আজ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে ভাস্কর্য সরানোর প্রতিবাদের মিছিল থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ‘আপত্তিকর’ স্লোগান দেওয়ার অভিযোগে মামলা করেছেন ছাত্রলীগের কেন্দ্রীয় শিক্ষা ও পাঠচক্রবিষয়ক সম্পাদক গোলাম রাব্বানী।

মামলায় সনাতন উল্লাস নামে আরেকজনকে আসামি করা হয়েছে।

মামলায় অভিযোগ করা হয়, ভাস্কর্য সরানোর প্রতিবাদে শাহবাগে গণজাগরণের মিছিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি করে স্লোগান দেওয়া হয়। এতে বাদীর মানহানি হয়েছে বলে দণ্ডবিধির ৫০০ ধারায় মামলাটি দায়ের করা হয়েছে।

গত সোমবার শাহবাগে মিছিল শেষে সমাবেশে ছাত্রলীগের কেন্দ্রীয় শিক্ষা ও পাঠচক্রবিষয়ক সম্পাদক গোলাম রাব্বানী বলেন, ‘এই ইমরান এইচ সরকারকে শাহবাগে অবাঞ্ছিত ঘোষণা করছি।’

‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যেখানেই ইমরান এইচ সরকার ও সনাতনকে (সংস্কৃতিকর্মী) দেখা হবে, সেখানে কুত্তার মতো পেটানো হবে।’