দরজায় শিক্ষক, চত্বরে ছাত্রলীগ
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আমিনুল হক ভূইয়ার পদত্যাগের দাবিতে আজ বুধবার দশম দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেছেন সরকারদলীয় শিক্ষকদের একাংশ। আন্দোলনকারীরা উপাচার্য কার্যালয়ের দরজা সংলগ্ন স্থানে ব্যানার টাঙিয়ে অবস্থান নিয়েছেন। ফলে এ দিন উপাচার্য ক্যাম্পাসে এলেও তিনি তাঁর কার্যালয়ে আসেননি।
অন্যদিকে উপাচার্য কার্যালয়ের চত্বরেই শিক্ষকদের আন্দোলন অযৌক্তিক দাবি করে সাধারণ শিক্ষকার্থীদের ব্যানারে অবস্থান নিয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করেছে ছাত্রলীগ।
প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রতিদিনের মতো সকাল ৮টায় ‘মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকরা’ ব্যানারে উপাচার্যের কার্যালয়ের প্রবেশ পথে অবস্থান নেন। তবে আন্দোলনকারী শিক্ষকরা তাঁদের রুটিন অনুযায়ী নির্ধারিত ক্লাস ও পরীক্ষা নিচ্ছেন।
দুপুর ১২টায় ‘সাধারণ শিক্ষার্থী’র ব্যানারে ছাত্রলীগ নেতা-কর্মীরা শিক্ষকদের আন্দোলন প্রত্যাহারের দাবিতে অবস্থান নেন। তাঁদের অবস্থান ছিল আন্দোলনরত শিক্ষকদের থেকে খানিকটা দূরে।
অবস্থান কর্মসূচিতে কয়েকজন ছাত্রলীগ নেতা বক্তব্যও দেন। ঘণ্টাব্যাপী অবস্থান শেষে ছাত্রলীগ নেতা-কর্মীরা আবার মিছিল নিয়ে ফিরে যান।
ছাত্রলীগ নেতারা তাঁদের বক্তব্যে অবিলম্বে উপাচার্য কার্যালয়ের তালা খুলে দিয়ে প্রশাসনিক কাজকর্ম স্বাভাবিক করার দাবি জানান।
প্রতিদিনের মতো আজও ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ দিকে উপাচার্য আমিনুল হক ভূইয়া আজ ক্যাম্পাসে গেলেও তিনি নিজ কার্যালয়ে যাননি। লাইব্রেরি ভবন, প্রেসক্লাবসহ একাডেমিক ভবন পরিদর্শন শেষে তিনি চলে যান।