নবীগঞ্জে দরিদ্রদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ
পবিত্র রমজান উপলক্ষে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ফুটারমাটি গ্রামের শতাধিক দরিদ্র পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে ফুটারমাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সহায়তা দেওয়া হয়। মো. আবদুল হাই ছাবু ও হাজি আজিজুল হক চৌধুরীর উদ্যোগে গ্রামে সাধারণ মানুষের মধ্যে এই সব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে হাজি আজিজুল হক চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার কুর্শি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আলী আহমদ মুসা।
ফুটারমাটি এ-ওয়ান যুব সমবায় সমিতি লিমিটেডের ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আজাদ কবির, বিশিষ্ট মুরুব্বি হাজি মো. নূর মিয়া, নানু মিয়া চৌধুরী, আবদুল বাছিত, কদর উদ্দিন, চ্যানেল এস ও হবিগঞ্জ সমাচারের প্রতিনিধি নবীগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক বুলবুল আহমদ, হবিগঞ্জের জননী পত্রিকার নবীগঞ্জ প্রতিনিধি মিজানুর রহমান সুহেল, জাকির হোসেন চৌধুরী, ক্যামেরাম্যান মনির হোসেন, রাহি আহমদ চৌধুরী, ফয়ছল আহমদ চৌধুরীসহ বিভিন্ন শ্রেণির পেশার লোকজন উপস্থিত ছিলেন।
খাদ্যসামগ্রী বিতরণের আগে বিশ্ববাসীর শান্তি কামনায় মোনাজাত করেন মো. সেলিম মিয়া। এ সময় অতিথিরা শতাধিক পরিবারের মধ্যে চার কেজি করে পেঁয়াজ, দুই লিটার তেল, এক কেজি ডাল, এক কেজি ছোলা, এক কেজি চিনি, এক কেজি করে ময়দা দেন।