গোপালগঞ্জে বজ্রাঘাতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিহত

Looks like you've blocked notifications!

গোপালগঞ্জে বজ্রাঘাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হারুনার রশিদ হাসনাত (২১) নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের মেইন গেটে এ বজ্রাঘাতের ঘটনা ঘটে।

বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক রাজীবুর রহমান জানান, বিশ্ববিদ্যালয়ের হলে বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার পর গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে মেসে যাওয়ার জন্য বাইরে বের হন। তিনি বিশ্ববিদ্যালয় মেইন গেটের সামনে গেলে হঠাৎ বজ্রাঘাতে মারাত্মক আহত হন। পরে সহপাঠী ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁকে উদ্ধার করে দ্রুত অ্যাম্বুলেন্সে করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. খোন্দকার নাসির উদ্দিন নিহত শিক্ষার্থীকে হাসপাতালে দেখতে যান এবং গভীর শোক প্রকাশ করেন। এ সময় সহপাঠীরা কান্নায় ভেঙে পড়েন।

নিহত হারুনার রশিদ হাসনাত বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের স্নাতক (সম্মান) প্রথম বর্ষে পড়ত। তিনি ফরিদপুরের নগরকান্দা উপজেলার উত্রীবর্দী গ্রামের খলিল মাতুব্বরের ছেলে। রাতেই তাঁর মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়।