নয়ন হত্যাকারীদের গ্রেপ্তারে ৪৮ ঘণ্টার আলটিমেটাম

Looks like you've blocked notifications!

খাগড়াছড়ি-দীঘিনালা সড়কের চারমাইল এলাকায় সন্ত্রাসীদের হাতে নিহত নুরুল ইসলাম নয়নের হত্যাকারীদের গ্রেপ্তারে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ (পিবিসিপি)। একই দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধনও করেছে ছাত্রসংগঠনটি।

গত বৃহস্পতিবার চারমাইল এলাকায় রাস্তার পাশে নুরুল ইসলাম নয়নের লাশ পাওয়া যায়। এর পর থেকে পিবিসিপি এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আসছিল।

পিবিসিপির আয়োজনে আজ শুক্রবার বেলা ১১টায় খাগড়াছড়ি শহরের শাপলা চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে আদালত সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।

মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন বাঙালি ছাত্র পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য সচিব আবদুল মজিদ। মানববন্ধন থেকে আগামীকাল শনিবার বেলা ১০টায় খাগড়াছড়ির প্রতিটি উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি ঘোষণা করা হয়। এ ছাড়া আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দোষীদের গ্রেপ্তার করা না হলে কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেওয়া হয়।