গাজীপুরের মেয়র দুই দিনের রিমান্ডে
বাসে পেট্রলবোমা হামলা মামলায় গাজীপুর সিটি করপোরেশনের (জিসিসি) মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক এম এ মান্নানের বিরুদ্ধে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
জয়দেবপুর থানা পুলিশ আজ বৃহস্পতিবার দুপুরে এম এ মান্নানকে গাজীপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মনোয়ারা বেগমের আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করে। একই সঙ্গে আসামিপক্ষ জামিনের আবেদন করে। আদালত উভয় পক্ষের বক্তব্য শুনে দুই দিনের রিমান্ড মঞ্জুর এবং জামিন আবেদন না মঞ্জুর করেন।
গত বুধবার বিকেলে ঢাকার বারিধারায় ডিওএইচএসের বাসা থেকে এম এ মান্নানকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের পর তাঁকে প্রথমে গাজীপুর পুলিশ সুপারের কার্যালয়ে নেওয়া হয়। রাতে তাঁকে জয়দেবপুর থানায় একটি কক্ষে রাখা হয়।
পুলিশ জানায়, সিটি মেয়র এম এ মান্নানের বিরুদ্ধে গত বছরের ২৭ ডিসেম্বর গাজীপুরের বোর্ড বাজারে গাড়ি ভাঙচুর মামলা, ৯ নভেম্বর জেলা বিএনপির কার্যালয়ের সামনে পুলিশের কাজে বাধাদান এবং গত ৫ ফেব্রুয়ারি পুলিশ লাইনের কাছে যাত্রীবাহী বাসে পেট্রলবোমা নিক্ষেপের একটিসহ তিনটি মামলা রয়েছে।
মামলার প্রতিক্রিয়ায় আসামিপক্ষের আইনজীবী শহীদুজ্জামান বলেন, গাড়ি ভাঙচুরের মামলায় জনপ্রিয় জনপ্রতিনিধি এম এ মান্নানকে রিমান্ডে নেওয়ার কোনো উপাদান ছিল না। রাজনৈতিক হয়রারিন উদ্দেশে এই রিমান্ড দেওয়া হয়। অন্য দুটি মামলায় এম এ মান্নান জামিনে রয়েছেন।
গাজীপুরের সরকারপক্ষের আইনজীবী হারিস উদ্দিন বলেন, মামলার বিষয়ে তথ্য সংগ্রহের জন্য ১০ দিনের রিমান্ড চাওয়া হলে আদালত উভয়পক্ষের শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এদিকে রিমান্ড মঞ্জুরের পর বিএনপি সমর্থিত আইনজীবীরা আদালত প্রাঙ্গণে বিক্ষোভ করেন।
গত ৫ ফেব্রুয়ারি রাতে ঢাকা-জয়দেবপুর সড়কে গাজীপুর মহানগরের পুলিশ লাইনের কাছে ঢাকাগামী বলাকা পরিবহনের একটি যাত্রীবাহী বাসে পেট্রলবোমা নিক্ষেপ করলে বাসে আগুন ধরে যায়। এতে আট বছরের শিশুসহ পাঁচজন অগ্নিদগ্ধ হয়। পরের দিন বৃহস্পতিবার জয়দেবপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) রেজাউল করিম বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেন।