ত্রাণ নিয়ে দুর্নীতি করলে ক্ষমা নয় : ত্রাণমন্ত্রী

Looks like you've blocked notifications!
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। পুরোনো ছবি

ঘূর্ণিঝড় ‘মোরা’য় ক্ষতিগ্রস্তদের ত্রাণসামগ্রী নিয়ে কেউ দুর্নীতি করলে তাঁকে ক্ষমা করা হবে না বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। দুর্যোগ মোকাবিলায় সরকারের ত্রাণের অভাব নেই বলেও জানান তিনি।

আজ শুক্রবার বিকেলে চট্টগ্রামে নৌবাহিনীর হাসপাতালে চিকিৎসাধীন চার ব্যক্তিকে দেখতে গিয়ে এসব কথা বলেন মন্ত্রী। ঘূর্ণিঝড় ‘মোরা’র পর গভীর সাগর থেকে উদ্ধার করা হয় তাঁদের।

মায়া বলেন, ‘ঘূর্ণিঝড় মোরায় ক্ষতিগ্রস্তদের ত্রাণসামগ্রী নিয়ে যদি কোনো রকম দুর্নীতি হয়, তাহলে কোনো অবস্থাতেই তাদের ক্ষমা করা হবে না। দুর্যোগ মোকাবিলায় আমাদের কোনো ত্রুটি নেই। ত্রাণেরও কোনো অভাব নেই।’

ঘূর্ণিঝড়ের পর এ পর্যন্ত গভীর সমুদ্র থেকে ৮৫ জনকে জীবিত ও দুজনকে মৃত উদ্ধার করেছে নৌবাহিনী। এ ছাড়া ভারতীয় নৌবাহিনী ৩৩ জনকে উদ্ধার করেছে।

ত্রাণমন্ত্রী হাসপাতালে আহতদের দেখতে গিয়ে প্রত্যেককে ১০ হাজার টাকা করে সহায়তা দেন।