ছাত্রলীগকর্মীর মামলায় ৫৭ ধারায় গ্রেপ্তার ছাত্র ইউনিয়ননেত্রী

Looks like you've blocked notifications!

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) সংসদের এক নেত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার চায়না পাটোয়ারি ছাত্র ইউনিয়নের সাংস্কৃতিক সম্পাদক। তাঁর বিরুদ্ধে মামলা করেছেন রাঙামাটি শহরের চম্পকনগর এলাকার এহসান উদ্দিন ঋতু নামের এক ছাত্রলীগকর্মী। 

মামলার বরাত দিয়ে আজ শনিবার দুপুরে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ রশীদ জানান, ধর্মীয় অনুভূতিতে আঘাত করে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় গতকাল শুক্রবার বিকেলে তবলছড়ি আটকাউন্সিল কলোনি এলাকার বাড়ি থেকে চায়না পাটোয়ারিকে নিরাপত্তা হেফাজতে থানায় নেওয়া হয়। পরে রাত ১১টার দিকে তাঁর বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলা করেন এহসান উদ্দিন ঋতু নামের এক ছাত্রলীগকর্মী। সেই মামলায় চায়না পাটোয়ারিকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

মামলায় ছাত্র ইউনিয়নের বেসরকারি বিশ্ববিদ্যালয় সংসদের নেতা শাওন বিশ্বাসকেও আসামি করা হয়েছে।

ওসি আরো জানান, মামলার পর আজ শনিবার সকালে ছাত্র ইউনিয়ন নেত্রীকে আদালতে হাজির করা হয়। কিন্তু আদালত না বসায় তাঁকে হাজতে পাঠানো হয়েছে। আগামীকাল রোববার তাঁকে আদালতে হাজির করা হবে বলে জানান তিনি।