কুড়িগ্রাম সীমান্ত থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার

Looks like you've blocked notifications!
কুড়িগ্রামের গোড়কমণ্ডল সীমান্ত থেকে উদ্ধার হওয়া গাঁজাসহ বিজিবি সদস্যরা। ছবি : এনটিভি

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার গোড়কমণ্ডল সীমান্ত থেকে ২০ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ শনিবার ভোর রাতে বিজিবির হাবিলদার মো. মোতাহার হোসেনের নেতৃত্বে গোড়কমণ্ডল সীমান্তে অভিযান চালিয়ে গাঁজাগুলো উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গোড়কমণ্ডল সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ৯২৯ থেকে ১০০ গজ বাংলাদেশের ভেতরে অবস্থান নেয় বিজিবি টহল দল। এ সময় একজন লোক মাথায় বস্তা নিয়ে আসার সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে বস্তা ফেলে পালিয়ে যায়। পরে সেখান থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করে বিজিবি। তবে কাউকে আটক করতে পারেনি।

এ ব্যাপারে কুড়িগ্রামে বিজিবির ৪৫ ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আউয়াল উদ্দিন আহমেদ জানান, উদ্ধার হওয়া গাঁজাগুলো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেওয়া হয়েছে।