নারায়ণগঞ্জে ছাত্রদল নেতা গ্রেপ্তার

Looks like you've blocked notifications!

নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীবকে গ্রেপ্তার করেছে ফতুল্লা থানা পুলিশ। গতকাল বুধবার গভীর রাতে সদর থানার মিশনপাড়ার বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

ফতুল্লা থানার ভার প্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, গত রাত ১১টায় ফতুল্লায় খান সাহেব ওসমান আলী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের পাশে লিংক রোড থেকে দুই মোটরসাইকেল আরোহী রফিকুল ইসলাম ও গাজীকে পেট্রলবোমাসহ গ্রেপ্তার করা হয়। তাঁদের মধ্যে রফিকুল ছাত্রদলকর্মী। তাঁর স্বীকারোক্তি অনুযায়ী রাজীবকে গ্রেপ্তার করা হয়।

রাজীবের বিরুদ্ধে যানবাহনে আগুন দেওয়া, পুলিশের কাজে বাধা সৃষ্টিসহ একাধিক মামলা রয়েছে বলে জানান ওসি আসাদুজ্জামান।