প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি

ইমরান এইচ সরকারের বিরুদ্ধে সুনামগঞ্জে মামলা

Looks like you've blocked notifications!

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করার অভিযোগে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার এবং উদীচী শিল্পীগোষ্ঠীর সদস্য সনাতন উল্লাসসহ অজ্ঞাত ৫০ থেকে ৬০ জনের বিরুদ্ধে সুনামগঞ্জ বিচারিক হাকিম আদালতে মামলা করা হয়েছে।

আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে বিচারিক হাকিম আদালতে সুনামগঞ্জ শেখ রাসেল স্মৃতি পরিষদের আহ্বায়ক নূর মোহাম্মদ সজন বাদী হয়ে মানহানির অভিযোগে একটি আরজি জমা দেন। 

বিচারক শহীদুল আমিন অভিযোগ আমলে নিয়ে এ বিষয়ে সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তদন্ত করে প্রতিবেদন দাখিলের আদেশ দেন।

মামলার এজাহারে বলা হয়, সুপ্রিম কোর্টের সামনে থেকে ভাস্কর্য সরানোর প্রতিবাদে শাহবাগে গণজাগরণ মঞ্চের একটি মিছিল থেকে ইমরান এইচ সরকার, সনাতন উল্লাসসহ ৫০ থেকে ৬০ জন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আপত্তিকর স্লোগান দেন। এ সময় তাঁরা কটূক্তি করে প্রধানমন্ত্রীর মানহানি ঘটান। তাই প্রধানমন্ত্রীকে নিয়ে এমন আপত্তিকর স্লোগান দেওয়ায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।