বিদ্যুৎ কেড়ে নিল দুই হাতির প্রাণ

Looks like you've blocked notifications!
রাঙামাটির কাপ্তাই উপজেলার জীবতলী এলাকায় বিদ্যুতায়িত হয়ে এশিয়ান প্রজাতির দুটি হাতি মারা গেছে। ছবি : এনটিভি

রাঙামাটির কাপ্তাই উপজেলার জীবতলী এলাকায় বিদ্যুতায়িত হয়ে এশিয়ান প্রজাতির দুটি হাতি মারা গেছে। প্রায় এক সপ্তাহ আগে হাতি দুটির মৃত্যু হলেও গতকাল বুধবার রাতে বিষয়টি জানাজানি হয়।

আজ বৃহস্পতিবার সকালে রাঙামাটি থেকে বনবিভাগ ও পশু চিকিৎসকরা গিয়ে হাতি দুটি উদ্ধার করে দুপুরে মাটিচাপা দেন।

স্থানীয়রা জানিয়েছে, জীবতলীর দুর্গম পাহাড়ি এলাকায় গত সপ্তাহে তুমুল বৃষ্টিপাতের মধ্যে কোনো এক সময় হাতিগুলো বিদ্যুতায়িত হয়ে মারা যায়। এলাকাটি দুর্গম হওয়ায় সময়মতো জানা সম্ভব হয়নি।

তবে গত কয়েকদিন ধরে একদল হাতি ওই এলাকায় টানা অবস্থান করায় উৎসুক জনতা ওখানে গেলে হাতি দুটি মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে এবং বন বিভাগকে খবর দেয়।

রাঙামাটি দক্ষিণ বনবিভাগের সহকারী বন সংরক্ষক এ এম শামসুল মোহিত চৌধুরী এনটিভি অনলাইনকে বলেন, বুধবার রাতে খবর পেয়ে আমাদের লোকজন ঘটনাস্থল গিয়ে বিদ্যুতের তার পেঁচানো অবস্থায় হাতি দুটি পড়ে থাকতে দেখতে পায়। বিষয়টি তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়।

বৃহস্পতিবার পশু চিকিৎসকরা এসে নিশ্চিত করেন যে, বিদ্যুতায়িত হয়েই হাতিগুলো মারা গেছে। বিষয়টিকে দুঃখজনক মন্তব্য করে বিদ্যুৎ বিভাগকে আরো সতর্ক হওয়ার অনুরোধ জানান সহকারী বন সংরক্ষক।

রাঙামাটি পশুসম্পদ বিভাগের চিকিৎসক দেবরাজ চাকমা জানিয়েছেন, পরীক্ষা-নিরীক্ষা করে নিশ্চিত হওয়া গেছে হাতিগুলো বিদ্যুতায়িত হয়ে মারা গেছে।