প্রকাশ্যে বোমা ফাটিয়ে সোনার দোকানে ডাকাতি
ইফতারের আগ মুহূর্তে দিনাজপুর শহরের প্রাণকেন্দ্র নিমতলায় মুহুর্মুহু বোমা ফাটিয়ে একটি সোনার দোকানে ডাকাতি করেছে দুর্বৃত্তরা। এ সময় বোমার আঘাতে তিনজন আহত হয়েছে।
আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের সবচেয়ে বড় সোনার দোকান ‘নিউ জড়োয়া ঘরে’ একদল মুখোশধারী এ ডাকাতির ঘটনা ঘটায়।
ডাকাতি শেষে পালিয়ে যাওয়ার সময় জনতার ধাওয়া খেয়ে কয়েক মুখোশধারী পাশের নিউ মৃগয়া নামের একটি আবাসিক হোটেলে আশ্রয় নেয়। শত শত জনতা সেটি ঘিরে রেখেছে। আইনশৃঙ্খলা বাহিনীও সেখানে রয়েছে।
কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খালেকুজ্জামান এনটিভি অনলাইনের কাছে ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তবে তিনি এ বিষয়ে আর কোনো কথা বলতে রাজি হননি।
প্রত্যক্ষদর্শীরা জানান, ইফতারের কিছু আগে একদল মুখোশধারী শহরের ‘নিউ জড়োয়া ঘরে’ লুটপাট শুরু করে। এ সময় তারা কমপক্ষে ১৫টি ককটেলের বিস্ফোরণ ঘটায়।
প্রচুর সোনা ও টাকা লুট করে পালানোর সময় জনতার ধাওয়া খেয়ে মুখোশধারীদের কয়েকজন পাশের আবাসিক নিউ মৃগয়া হোটেলে আশ্রয় নেয়। এ সময় তারা হোটেলের ফটক বন্ধ করে দেয়। উত্তেজিত জনতা তখন হোটেলে ইট নিক্ষেপ করে।
খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) হোটেলটি ঘিরে রাখে। এলাকাবাসীও সেখানে রয়েছে।
এ ঘটনার পর শহরে আতঙ্ক ছডিয়ে পড়ে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
ঘটনার পর সোনার দোকানের মালিক বা কর্তৃপক্ষ কেউ সাংবাদিকদের সাথে কথা বলেননি। ফলে ডাকাতরা কী পরিমাণ সোনা ও টাকা লুট করেছে তা জানা যায়নি।