সাতক্ষীরা সীমান্তে সোনার বারসহ যুবক আটক

Looks like you've blocked notifications!

সাতক্ষীরার কাকডাঙ্গা সীমান্ত এলাকা থেকে সোনার বারসহ এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার বেলা ১১টার দিকে সীমান্তের কাকডাঙ্গা বিজিবি বিওপির সামনে থেকে ওই যুবককে আটক করা হয়। 

আটক জহিরুল ইসলাম কাকডাঙ্গা গ্রামের বাসিন্দা। বিজিবি তাঁর দেহ তল্লাশি করে ১০টি সোনার বার ও একটি চেইন উদ্ধার করেছে। আটক সোনার ওজন ৫৮০ গ্রাম।

বিজিবির ৩৮ ব্যাটালিয়ন অধিনায়ক মেজর নজির আহমেদ বকসি এক সংবাদ সম্মেলনে জানান, গোপন সূত্রের ভিত্তিতে কাকডাঙ্গা বিওপির সুবেদার হায়দার আলী জহিরুলকে আটক করে। পরে তাঁর কাছ থেকে এসব সোনা উদ্ধার করা হয়। জহিরুল দীর্ঘদিন ধরে সোনা চোরাচালানের সাথে জড়িত বলে স্বীকার করেছেন।
  
এ দিকে জহিরুল সাংবাদিকদের জানান, তিনি বাহক মাত্র। স্থানীয় বেলেডাঙ্গা বাজারের দোকান  মালিক শওকত আলী তাঁকে এসব সোনা ভারতে পাচার করার জন্য দিয়েছিলেন। এ জন্য তাকে তিন শ টাকা দেওয়ার কথা ছিল। 

এ ব্যাপারে কলারোয়া থানায় একটি মামলা হয়েছে ।