চট্টগ্রামে পাহাড় ধসে নিহতের সংখ্যা বেড়ে ৮

Looks like you've blocked notifications!

চট্টগ্রামের চন্দনাইশ ও রাঙ্গুনিয়া উপজেলায় পাহাড় ধসে শিশুসহ আটজন নিহত হয়েছেন। এর মধ্যে চন্দনাইশে চারজন ও রাঙ্গুনিয়ায় চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় দুজন আহত হয়েছেন বলে জানিয়েছে জেলা প্রশাসন।

আজ মঙ্গলবার সকালে চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী হাকিম মাসুদের পাঠানো এক বার্তায় পাহাড় ধসে হতাহতের খবর নিশ্চিত করা হয়েছে।

এ ছাড়া হালিশহরে দেয়াল ধসে একজন, চাক্তাইয়ে বজ্রপাতে একজন নিহতের খবর পাওয়া গেছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) হামিদ এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে চন্দনাইশ উপজেলার ধোপাছড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু ইউছুপ চৌধুরী এনটিভি অনলাইনকে জানিয়েছেন, গতকাল সোমবার রাতে উপজেলার ধোপাছড়ি ইউনিয়নে এ ঘটনা ঘটে। পাহাড়ের পাদদেশে বসবাসকারী আসগর আলীর কাঁচা ঘরের ওপর মাটি ধসে পড়ে। এ ঘটনায় আসগর আলীর শিশুকন্যা মাহিয়া মাটির নিচে চাপা পড়ে মারা যায়।

এ ছাড়া ছনবুনিয়া উপজাতিপাড়ায় একটি ঘরের ওপর পাহাড় ধসে একই পরিবারের দুই শিশু কেউচা কেয়াং (১০), মেমাউ কেয়াং (১৩) এবং গৃহবধূ মোকাইং কেয়াং (৫০) নিহত হন।

এ ঘটনায় ওই পরিবারের সানুউ কেয়াং (২১) ও বেলাউ কেয়াং (২৮) নামের আরো দুজন আহত হয়েছেন। তাঁদের বান্দরবান হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন সাবেক ইউপি চেয়ারম্যান আবু ইউছুপ চৌধুরী।

এদিকে জেলা প্রশাসনের পাঠানো বার্তায় বলা হয়েছে, রাঙ্গুনিয়া উপজেলার রাজানগর বগাবিলে পাহাড় ধসে চারজনের মৃত্যু হয়েছে।