রাতের ‘অভিযানে’ আটক ৩, র্যাবের দাবি ছিনতাইকারী

ব্রাহ্মণবাড়িয়া ও নরসিংদী থেকে তিনজনকে আটক করা হয়েছে। র্যাবের দাবি, তাঁরা সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইকারী চক্রের সদস্য। কিশোরগঞ্জের ভৈরব র্যাব-১৪ ক্যাম্পের সদস্যরা গতকাল শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাঁদের আটক করেন।
আটক ব্যক্তিরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার চতুরা শরীফ এলাকার জালাল মিয়া (৪০) ও সদর উপজেলার হাতিহাতা এলাকার ধনু মিয়া (৪৫) এবং নরসিংদীর বেলাবো উপজেলার আমলাবো গ্রামের জীবন মিয়া (৩০)।
ভৈরব র্যাব-১৪ ক্যাম্পের কমান্ডার মেজর সোহেল হাসান এনটিভি অনলাইনকে জানান, ঢাকার মিরপুর এলাকায় ছিনতাই হওয়া একটি সিএনজিচালিত অটোরিকশা উদ্ধারে নেমে একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সন্ধান পাওয়া গেছে। র্যাবের সদস্যরা গতকাল রাত ১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার চতুরা শরীফ এলাকা থেকে এই চক্রের হোতা জালাল মিয়াকে আটক করে।
এরপর তাঁকে নিয়ে রাতভর অভিযান চালিয়ে বাহ্মণবাড়িয়া সদর উপজেলার হাতিহাতা এলাকা থেকে ধনু মিয়া ও নরসিংদীর বেলাবো উপজেলার আমলাবো গ্রাম থেকে জীবন মিয়াকে আটক করে।
মেজর সোহেল হাসান জানান, ঢাকা, নারায়ণগঞ্জ নরসিংদী, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, সিলেটসহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলা থেকে সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের পর সেটি চলে আসত জালালের কাছে। পরে ওই সব সিএনজিচালিত অটোরিকশা জালালের নেতৃত্বে বিভিন্ন কৌশলে দেশের বিভিন্ন স্থানের চোরাকারবারিদের কাছে বিক্রি করা হতো।