এক মাছের দাম এক লাখ টাকা!

Looks like you've blocked notifications!
মৌলভীবাজারে শহরে আজ লাখ টাকায় বিক্রির জন্য প্রদর্শন করা হয় একটি বাঘা মাছ। ছবি : এনটিভি

চট্টগ্রামে ধরা পড়া ১২০ কেজি ওজনের একটি বাঘা মাছ বিক্রির জন্য ভ্যানে করে প্রদর্শন করা হচ্ছে মৌলভীবাজার শহরে। বিক্রেতা মাছটির দাম হাঁকিয়েছেন এক লাখ ২০ হাজার টাকা।

আজ মঙ্গলবার দুপুর ১২টায় শহরের পশ্চিমবাজার এলাকায়  বিক্রির উদ্দেশে মাছটিকে একটি প্রদর্শন করতে দেখা যায়। এর পর থেকে মাছটি দেখতে হুমড়ি খেয়ে পড়েছেন পথচারীসহ আশপাশের এলাকার উৎসুক লোকজন।

বিক্রেতা মহসিন মিয়া ও রাজীব আহমেদ জানান, কিছুদিন আগে চট্টগ্রামের একটি নদীতে ধরা পড়েছিল মাছটি। সেই মাছটি কিশোরগঞ্জের ভৈরব থেকে কিনে মৌলভীবাজারে নিয়ে এসেছেন তাঁরা।

মহসিন মিয়া আরো জানান, মাছটি আনার পর ক্রেতার চেয়ে উৎসুক জনতার ভিড়ই হচ্ছে বেশি। তিনি এক লাখ টাকা পেলেই মাছটি বিক্রি করে দেবেন। আর একত্রে এক লাখ টাকায় মাছটির কোনো ক্রেতা না পেলে একই দামে কেটে বিক্রি করবেন।