বরিশালে স্কুলছাত্রের লাশ উদ্ধার
বরিশালের বানারীপাড়া উপজেলায় এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার বেলা ১১টায় উপজেলার বাইশারি ইউনিয়নের বালিপাড়া গ্রামের একটি ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
মৃত ইমরান হোসেন (১৫) বালিপাড়া গ্রামের মীর মজিবর রহমানের ছেলে এবং বাইশারি মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
লবণশারা পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন এনটিভি অনলাইনকে জানান, গত ২৬ জুন ইমরানের বাবা-মা চিকিৎসার জন্য ঢাকায় যান। গত বৃহস্পতিবার থেকে তার মোবাইল বন্ধ ছিল।
গতকাল শুক্রবার ইমরানের বাবা-মা বাড়ি ফিরে এসে ছেলেকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে আজ সকালে বাড়ির পাশের ডোবায় তার মৃতদেহ দেখতে পান।
পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে বলে জানান বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল আহসান।