মানিকছড়িতে রোববার আধাবেলা সড়ক অবরোধের ডাক
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় আগামীকাল রোববার আধাবেলা সড়ক অবরোধের ডাক দিয়েছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) সমর্থিত ভূমি রক্ষা কমিটি।
আজ শনিবার মানিকছড়ি ভূমি রক্ষা কমিটির সদস্য সচিব রুইসিং প্রু মারমা রানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অবরোধ কর্মসূচি ঘোষণা করা হয়।
বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয়, বক্রিপাড়া ও মনাদংপাড়ায় পাহাড়িদের জমি বেদখলের প্রতিবাদে আজ শনিবার একটি কর্মসূচিতে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী বাধা দেয়। এর প্রতিবাদে এ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।
কর্মসূচি সফল করতে উপজেলার যানবাহন মালিক ও শ্রমিক সংগঠন এবং সর্বস্তরের জনসাধারণের সহযোগিতা চাওয়া হয় বিজ্ঞপ্তিতে।