পুলিশ বলছে শিবিরকর্মী, উন্নয়নকর্মী দাবি সংস্থার
সাতক্ষীরা শহরের একটি বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) কার্যালয় থেকে সাত যুবককে আটক করা হয়েছে। আজ শনিবার দুপুরে শহরের খুলনা মোড়ের ‘প্রত্যয় ভিলেজ ডেভেলপমেন্ট কো অপারেটিভ’ কার্যালয় থেকে তাঁদের আটক করা হয়।
পুলিশ বলছে, এঁরা শিবিরকর্মী এবং নাশকতার পরিকল্পনা করছিলেন। তবে সংস্থাটির পক্ষ থেকে দাবি করা হয়েছে, তাঁরা উন্নয়নকর্মী। সংস্থার কাজেই কালীগঞ্জ থেকে শহরে এসেছিলেন।
আটককৃতরা হলেন কালীগঞ্জ উপজেলার পূর্ব নলতা গ্রামের রফিকুল ইসলাম, ভদ্রখালীর সিরাজুল ইসলাম, সেকেন্দ্রা নগরের আবু সালেহ, ধলবাড়িয়ার মোস্তাফিজ, মিয়া সাহেবের বাড়ির আলতাফ হোসেন, মৌতলার মো. ইসলাম এবং গণপতি গ্রামের আজগর আলী।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদ শেখ জানান, গোপন মিটিং করে নাশকতার ছক তৈরি করছে এমন খবর পেয়ে তিনি অভিযান চালিয়ে সাতজনকে আটক করেন। এঁরা সবাই শিবিরকর্মী। তাঁদের কাছ থেকে বেশ কিছু কাগজ জব্ধ করা হয়েছে।
‘প্রত্যয় ভিলেজ ডেভেলপমেন্ট কো-অপারেটিভে’র পরিচালক আল-মামুন জানান, আটকরা সবাই সংস্থার কালীগঞ্জ কার্যালয়ের কর্মচারী। অফিসের কাজেই তাঁরা সংস্থার প্রধান কার্যালয়ে এসেছিলেন।
প্রত্যয় সদস্য তৈরি করে সঞ্চয় করে এবং সদস্যদের মাঝেই ঋণ বিতরণ করে। এখানে গোপন মিটিং করার কোনো সুযোগ নেই বলেও দাবি করেন আল-মামুন।