‘সরকার জঙ্গিবাদ কঠোর হস্তে দমন করতে সক্ষম হয়েছে’

Looks like you've blocked notifications!
শিল্পমন্ত্রী আমির হোসেন আমু নলছিটি পৌরসভার বিভিন্ন প্রতিষ্ঠানসহ ৬০টি স্পটে সিসি ক্যামেরা স্থাপন কার্যক্রমের উদ্বোধন করেন। ছবি : এনটিভি

ইসলাম ধর্মে কোনো জঙ্গিবাদের স্থান নেই জানিয়ে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, ‘জঙ্গিবাদ সৃষ্টি করে সারা বিশ্বকে তছনছ করে দেওয়া হচ্ছে। মুসলিম বিশ্বের সব সম্পদ নষ্ট করে দেওয়া হচ্ছে।’ তিনি আরো বলেন, ‘সরকার জঙ্গিবাদ কঠোর হস্তে দমন করতে সক্ষম হয়েছে।’

আজ শুক্রবার বিকেলে ঝালকাঠির নলছিটি উপজেলা আওয়ামী লীগের আলোচনা সভা ও ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী এসব কথা বলেন।

শিল্পমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ একটি সম্ভাবনাময় দেশ হিসেবে শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে। এ সম্ভাবনাকে নষ্ট করার জন্য এখানে জঙ্গিবাদের পাঁয়তারা করা হয়েছিল।’

আগামীতে যাতে জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে না উঠতে পারে, সে জন্য সবার সহযোগিতা কামনা করেছেন শিল্পমন্ত্রী।

নলছিটি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র তছলিম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির, নলছিটি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউনুস লস্কর ও সাংগঠনিক সম্পাদক এইচ এম আখতারুজ্জামান বাচ্চু।

এর আগে শিল্পমন্ত্রী নলছিটি পৌরসভার আইনশৃঙ্খলা ও মাদক নিয়ন্ত্রণে শহরের বিভিন্ন প্রতিষ্ঠানসহ ৬০টি স্পটে সিসি ক্যামেরা স্থাপন কার্যক্রমের উদ্বোধন করেন। নলছিটি পৌরসভা কর্তৃপক্ষ এ উদ্যোগ গ্রহণ করেছে। এ ছাড়া শিল্পমন্ত্রী বিকেলে নলছিটি উপজেলা পরিষদ মিলনায়তনে ৮৮৫ ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাঝে সোলার প্যানেল ও শিল্পমন্ত্রীর তহবিল থেকে বিভিন্ন প্রতিষ্ঠানে আর্থিক সহায়তা করেন।