রাজশাহীতে ছাত্রদলের মিছিলে পুলিশের বাধা

Looks like you've blocked notifications!

বিএনপি মহাসচিবের ওপর হামলার ঘটনার প্রতিবাদে রাজশাহী মহানগর ছাত্রদলের বিক্ষোভ মিছিল বের করতে দেয়নি পুলিশ।

আজ সোমবার বেলা ১১টার দিকে নগরীর মালোপাড়াস্থ দলীয় কার্যালয়ের নিচ থেকে মহানগর ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান জনির নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের করেন ছাত্রদল নেতাকর্মীরা। এ সময় পুলিশ দুই দিক থেকে তাঁদের ঘিরে ধরে। পুলিশের বাধা পেয়ে ছাত্রদল নেতাকর্মীরা সেখানেই সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ করেন।

মহানগর ছাত্রদলের নেতারা জানান, বিএনপি মহাসচিবের গাড়িবহরে হামলার প্রতিবাদ এবং মহাসচিবসহ বিএনপির কয়েকজন কেন্দ্রীয় নেতার ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবিকে কেন্দ্র থেকে সকাল ১০টায় কর্মসূচি পালনের নির্দেশ দেওয়া হয়। তবে সকাল ১০টার আগে থেকেই মহানগর বিএনপি কার্যালয়ের আশপাশে অবস্থান নেয় বিপুলসংখ্যক পুলিশ। এতে ছাত্রদল নেতাকর্মীরা গ্রেপ্তারের ভয়ে কর্মসূচি পালন নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগলেও বেলা ১১টার দিকে তাঁরা দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন। এ সময় পুলিশ তাঁদের বাধা দেয়। এতে ছাত্রদলের নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনের রাস্তায় বিক্ষোভ সমাবেশ করে।

সমাবেশে বক্তব্য রাখেন মহানগর ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান জনি ও সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি। তাঁরা ছাত্রদলের বিক্ষোভ মিছিলে পুলিশের বাধার নিন্দা জানিয়ে বিএনপি মহাসচিবসহ কেন্দ্রীয় নেতাদের ওপর হামলার ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান।