ফখরুলের গাড়িবহরে হামলার ঘটনায় আদালতে অভিযোগ
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে হামলার ঘটনায় আদালতে অভিযোগ দায়ের করা হয়েছে। দ্রুত বিচার আইনে এ অভিযোগ করা হয়েছে।
আজ বুধবার সকালে চট্টগ্রামের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আ স ম শহীদুল্লাহ কায়সারের আদালতে অভিযোগটি দায়ের করেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ এনামুল হক।
অভিযোগে ২৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৩০ জনকে আসামি করা হয়েছে। বিচারক অভিযোগটি গ্রহণ করে পরে আদেশ দেওয়ার কথা জানিয়েছেন বলে জানান বাদী।
গত ১৮ জুন সকাল সাড়ে ১০টার দিকে রাঙ্গুনিয়ার ইছাখালী এলাকায় বিএনপি নেতাদের গাড়িবহরে হামলা চালানো হয়। এতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল রুহুল আলম চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীমও আহত হন। নেতারা পাহাড়ে ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণের জন্য রাঙামাটি যাচ্ছিলেন।
ওই দিন হামলার শিকার বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী দাবি করেছিলেন, হামলা ও ভাঙচুরের সময় দুর্বৃত্তরা ‘জয় বাংলা’ স্লোগান দেয়। এ ঘটনায় স্থানীয় সংসদ সদস্য হাছান মাহমুদের সমর্থকরা জড়িত থাকতে পারেন বলেও অভিযোগ করেন।
যদিও হাছান মাহমুদ এ ধরনের অভিযোগ অস্বীকার করে বলেছেন, এটি রহস্যজনক।
এ ঘটনার চার দিন পর আজ অভিযোগ দায়ের করা হলো।
বাদী মুহাম্মদ এনামুল হক বলেন, ‘সরকারের উচ্চপর্যায় থেকে নির্দেশনা ছিল বিএনপিকে নিশ্চিহ্ন করার এবং নেতৃত্বশূন্য করার। সেই পরিকল্পনা, নীলনকশার অংশ হিসেবেই এ হামলা চালানো হয়েছে এবং মহাসচিবকে হত্যা করার জন্যই এ হামলা চালানো হয়েছে বলে আমরা মনে করি।’
অভিযোগ দিতে দেরি করার ব্যাপারে বাদী বলেন, নিরাপত্তার প্রশ্নে রাঙ্গুনিয়া থানায় যেতে না পারা এবং টেলিভিশন ও পত্র-পত্রিকায় প্রকাশিত আসামিদের ছবি দেখে শনাক্ত করতে সময় লেগেছে। এ কারণেই মামলা করতে সময় লেগেছে।
ঘটনার সুষ্ঠু তদন্ত হলে হামলার জন্য ওপরের নির্দেশদাতার পাশাপাশি পুলিশের সম্পৃক্ততাও প্রমাণিত হবে বলে দাবি করেন বাদীপক্ষের আইনজীবী আবদুস সাত্তার।