রাতে ঘুমের মধ্যে সাপের দংশন, সকালে স্কুলছাত্রীর মৃত্যু
নাটোরের নলডাঙ্গা উপজেলার বাঁশিলা গ্রামে সাপের দংশনে রিতু সরকার (১৫) নামের এক স্কুলছাত্রী মারা গেছে। আজ বুধবার সকাল ১০টার দিকে নিজ বাড়িতে তার মৃত্যু হয়।
রিতু সরকার উপজেলার বাঁশিলা গ্রামের নিত্য সরকারের মেয়ে। সে নলডাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণিতে পড়ত।
মাধনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আমজাদ হোসেন দেওয়ান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গতকাল রাতে নিজ ঘরে ঘুমিয়ে ছিল স্কুলছাত্রী রিতু। ঘুমন্ত অবস্থায় একটি সাপ তাকে দংশন করে। চিৎকার দিলে ছুটে আসে পরিবারের সদস্যরা। এ সময় স্থানীয়ভাবে চিকিৎসা দিলে প্রাথমিকভাবে সুস্থ হয়ে ওঠে রিতু। আজ সকালে রিতু ফের অসুস্থ হয়ে পড়লে নিজ বাড়িতে তার মৃত্যু হয়।