ঝিনাইদহে শিশু ‘অপহরণের চেষ্টাকালে’ একজন আটক
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাঁদপাড়া গ্রাম থেকে পাঁচ বছর বয়সী এক শিশুকে অপহরণচেষ্টার অভিযোগে শফিউদ্দিন (৪৮) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
আজ বুধবার দুপুর ১২টার দিকে ওই ব্যক্তিকে আটক করা হয়।
আটক শফিউদ্দিন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রয়াত এমদাদ মণ্ডলের ছেলে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, আজ সকালে শিশুটি তার দাদির সঙ্গে বাড়ির পাশের মাঠে গিয়েছিল। দাদি পাটের পাতা কাটতে জমিতে ঢুকলে শফিউদ্দিন শিশুটিকে খেজুর খাওয়ানোর প্রলোভন দেখিয়ে অপহরণের চেষ্টা করে। এ সময় শিশুটির চিৎকারে দাদি এসে শফিউদ্দিনকে জাপটে ধরে। পরে মাঠের কৃষকরা এসে তাঁকে মারধর করে পুলিশ সোপর্দ করে।
ওসি আরো জানান, এ ঘটনায় কালীগঞ্জ থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।