কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ আইনের খসড়ার চূড়ান্ত অনুমোদন

‘কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০১৫’-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আজ সোমবার জাতীয় সংসদের মন্ত্রিপরিষদ কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ-সংক্রান্ত অনুমোদন দেওয়া হয়। urgentPhoto
বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূইঞা এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব কথা জানান। সচিব জানান, বৈঠকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় উত্থাপিত প্রস্তাবের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।
আইনটির বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, এই আইনের অধীনে একটি রেগুলেটরি বোর্ড হবে। এই বোর্ডের সদস্য হবেন ১৫ জন। এর মধ্যে চেয়ারম্যানসহ পাঁচজন স্থায়ী সদস্য থাকবেন। এ ছাড়া ভূমি মন্ত্রণালয়, পরিবেশ মন্ত্রণালয়, গণপূর্ত মন্ত্রণালয়, পানিসম্পদ মন্ত্রণালয় ও স্থাপত্য অধিদপ্তরের প্রতিনিধি, কক্সবাজারের জেলা প্রশাসক ও পুলিশ সুপার, শিল্প ও বণিক সমিতির সদস্য থাকবেন। একই সঙ্গে কক্সবাজারের তিনজন বিশিষ্ট নাগরিক এই কমিটিতে থাকবেন, এর মধ্যে একজন হবেন নারী।
সচিব জানান, এই কমিটির মূল কাজ হবে রাজউকের মতো। মাস্টারপ্ল্যান তৈরি করা, ভূমি ভাগ করা, পরিবেশসম্মত নগরায়ন করা ইত্যাদি। সচিব আরো বলেন, আজ মন্ত্রিসভায় আইনটি অনুমোদন পেয়েছে। এরপর এটি জাতীয় সংসদে পাস হলেই তা কার্যকর হবে।