নওগাঁয় বিদ্যুৎ সংযোগ পেল ১৩৩ পরিবার

Looks like you've blocked notifications!
নওগাঁর রানীনগর উপজেলার রাজাপুর গ্রামে আজ শনিবার সকাল ১১টায় নতুন বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন সংসদ সদস্য ইসরাফিল আলম। ছবি : এনটিভি

নওগাঁর রানীনগর উপজেলার রাজাপুর গ্রামের ১৩৩টি বাড়িতে বিদ্যুতের নতুন সংযোগ দেওয়া হয়েছে।
 
আজ শনিবার সকাল ১১টায় উপজেলার আল-আমিন দাখিল মাদরাসা মাঠে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন রানীনগর-আত্রাই আসনের সংসদ সদস্য ইসরাফিল আলম। 

এ সময় সংসদ সদস্য বলেন, এই গ্রামটি দীর্ঘদিন অবহেলিত ছিল। আজ থেকে রাজাপুর গ্রাম বিদ্যুতের আলোয় আলোকিত হলো। উপজেলার যেসব এলাকা এখনো বিদ্যুৎবিহীন আছে এই বছরের মধ্যে সেসব এলাকায় বিদুৎ সংযোগ দেওয়ার ব্যবস্থা করা হবে। দেশের প্রতিটি গ্রামকে আলোকিত করার জন্য বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। আগামী ২০২১ সালের পর আর কোনো গ্রাম অন্ধকারে থাকবে না।

অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন, খট্টেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান পিন্টু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শরিফ মাহমুদ, পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী জেনারেল ম্যানেজার (এজিএম) মোতাসিম বিল্লাহ, মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার হারুন উর রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন।