পঞ্চগড়ে সাবেক সেনা সদস্যের হত্যাকারীদের শাস্তির দাবি

Looks like you've blocked notifications!
পঞ্চগড়ের বোদায় সাবেক সেনা সদস্যকে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে শনিবার সকালে শহরের বাংলা পার্ক মোড়ে মানববন্ধন করা হয়। ছবি : এনটিভি

পঞ্চগড়ের বোদা উপজেলায় মসজিদের কমিটি গঠন নিয়ে সংঘর্ষে সাবেক সেনা সদস্যকে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে।

আজ শনিবার সকালে পঞ্চগড়ের সচেতন জনগণের ব্যানারে শহরের শের-ই-বাংলা পার্ক মোড়ে ঘণ্টাব্যাপী  মানববন্ধন করা হয়। মানববন্ধনে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।

গত ১৬ জুন বোদা ইউনিয়নের নয়াদীঘি ইসলামপুর গ্রামে মসজিদের কমিটি গঠন নিয়ে সংঘর্ষের সময় সাবেক সেনা সদস্য আমিনুর রহমানকে (৫৫) পিটিয়ে হত্যা করা হয়।

মানববন্ধনে যোগ দেন নিহত আমিনুরের দুই ছেলে সোহানুর রহমান ও আরিফুন রহমান ইমন। এ ছাড়া সাম্প্রদায়িক ও জঙ্গিবাদ বিরোধী মঞ্চ পঞ্চগড় জেলা কমিটির সভাপতি আজহারুল ইসলাম জুয়েল, জেলা যুবজোটের সভাপতি সাজ্জাদ ভুট্টো বক্তব্য দেন।

বক্তারা অবিলম্বে খুনিদের গ্রেপ্তার করে বিচারের আওতায় এনে শাস্তির দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তাঁরা।