এই মুহূর্তে বাংলাদেশে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই : ডিএমপি কমিশনার

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁ ও কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদ জামাতে জঙ্গি হামলার কথা মাথায় রেখে এবার রাজধানীজুড়ে কঠোর নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে।
আজ শনিবার জাতীয় ঈদগাহ পরিদর্শনে এসে এ কথা জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশপ্রধান। তিনি জানান, ঈদের প্রধান জামাতকে কেন্দ্র করে চার স্তরের নিরাপত্তাবলয় তৈরি করা হয়েছে।
আছাদুজ্জামান মিয়া বলেন, ‘এই মুহূর্তে বাংলাদেশে কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই। আপনারা জানেন, গতবারের হলি আর্টিজানের মর্মান্তিক দুর্ঘটনার কথা। শোলাকিয়ায় ঈদের জামাতের দুর্ঘটনার কথা। সেই অভিজ্ঞতাকে মাথায় রেখে সারা বছর আমাদের গোয়েন্দারা কাজ করেছে। যারা জঙ্গি তাদের ক্ষমতা এখন অত্যন্ত ক্ষয়িষ্ণু। তারপরেও নাগরিকদের মনে নিরাপত্তা বোধ সৃষ্টি করার জন্য এবং নিরাপত্তাকে সুনিশ্চিত করার জন্য আমাদের পক্ষ থেকে যাবতীয় পরিস্থিতি এবং নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’
এ ছাড়া প্রধান ঈদের জামাতের সার্বিক প্রস্তুতি দেখতে জাতীয় ঈদগাহে আসেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। তিনি জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করলে ঈদ জামাত স্থানান্তর হবে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সকাল ৯টায়।
ঈদের জামাত সুচারুরূপে সম্পন্ন করতে যাবতীয় ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে নগরবাসীকে সানন্দে ঈদ উদযাপনের আহ্বান জানান মেয়র।